৮ বছর পর চিরকুটের অ্যালবাম

প্রকাশ : ১৬ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। গতকাল দীর্ঘ আট বছর পর তারা তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ প্রকাশ করলো। এ অ্যালবামে থাকছে নতুন ১০টি গান। শারমিন সুলতানা সুমির কথা-সুরে গানগুলো তৈরি করেছে ‘চিরকুট’। আর এর মাধ্যমে দেশ-বিদেশে চিরকুটের অগণিত শ্রোতার নতুন অ্যালবামের অপেক্ষা শেষ হলো। ব্যান্ডটি জানায়, স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সব স্ট্রিমিং প্ল্যাটফরমে গানগুলো গত মঙ্গলবার রাত থেকে শোনা যাচ্ছে। তারা আরও বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ব্যান্ড হিসেবে অ্যালবাম আমাদের সবচেয়ে বড় অস্তিত্বের জায়গা। এরইমধ্যে ‘দামী’ নামে প্রথম গানটির ভিডিও প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছে ব্যান্ডটি। আরও ২টি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি। নতুন অ্যালবাম প্রকাশ সম্পর্কে চিরকুট জানায়, ২৩ বছরের পথচলায় চিরকুটের মূল শক্তি ছিল শ্রোতাদের ভালোবাসা।