যে গানগুলোতে বেশি সাড়া মিলে ইউসুফের

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ইউসুফ আহমেদ খান, এই প্রজন্মের জনপ্রিয় গুণী সঙ্গীতশিল্পী। নজরুল সঙ্গীত পরিবেশন বিশেষভাবে পারদর্শী তিনি। পাশাপাশি বাংলাদেশ-ভারতের আধুনিক গান পরিবেশনেও অনন্য তিনি। তার প্রকাশিত বেশকিছু মৌলিক গানও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তবে ইউসুফ সবসময়ই নিজের নতুন নতুন মৌলিক গান প্রকাশেই আগ্রহ প্রকাশ করে এসেছেন। যে কারণে নিজের জন্য তিনি নিজেই মৌলিক গানের কম্পোজিশনও করেছেন। তাতে করে গানের প্রতি যত্ন, ভালোবাসা থাকে শতভাগ। ওস্তাদ ইয়াকুব আলী খানের যোগ্য উত্তরসূরী ইউসুফ আহমেদ খানের কণ্ঠে যেসব মৌলিক গান প্রকাশিত হয়েছে এবং যেসব মৌলিক গানের জন্য তিনি বেশি সাড়া পেয়েছেন সেইগান গুলো হচ্ছে ‘একটা স্বপ্ন নিয়ে আয়’ (কথা শাখাওয়াত হোসেন মারুফ, সুর ইউসুফ আহমেদ খান), ‘আমার আকাশ জুড়ে মেঘ দুচোখে শ্রাবণ, শ্যাম তুমি হলে না আপন’ (কথা জামাল রেজা, সুর ইউসুফ আহমেদ খান), ‘অলস সময়’ (কথা শাখাওয়াত হোসেন মারুফ, সুর ইউসুফ আহমেদ খান), ‘আমি চাই তোমাকে’ (কথা ও সুর অভি মঈনুদ্দীন), ‘চাইনা হৃদয় ভেঙে যাক’ (কথা ও সুর অভি মঈনুদ্দীন), ‘সকাল হলো না আমার’ (কথা ও সুর শাখাওয়াত হোসেন মারুফ)’সহ আরও বেশ কয়েকটি গান। এই গানগুলো ছাড়াও ইউসুফ আহমেদ খানের কণ্ঠে আরও বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। তবে এই গানগুলোর জন্য তিনি বেশি সাড়া পান। শুধু তাই নয় স্টেজ শোতে কিংবা টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানগুলোতেও তিনি এই গানগুলো পরিবেশন করার জন্য অনুরোধও পেয়ে থাকেন। সময় স্বল্পতার জন্য সব অনুরোধ না রাখতে পারলেও চেষ্টা করেন ইউসুফ দর্শক শ্রোতার অনুরোধ রাখতে। ইউসুফ আহমেদ খান বলেন, ‘উল্লেখিত গানগুলো ইউসুফ আহমেদ খানকে শ্রোতা দর্শকের মাঝে পরিচয় করিয়ে দিতে কিংবা একজন সঙ্গীতশিল্পী হিসেবে সম্মানীত করে তুলতে, গ্রহণযাগ্য করে তুলতে বিশেষ ভূমিকা রেখেছে। কারণ একজন সঙ্গীতশিল্পীর মূল পরিচয় তার মৌলিক গানে।