উচ্ছ্বসিত ও পুলকিত প্রিয়াঙ্কা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

টানা পাঁচদিন বাউল সম্রাট শাহ আব্দুল করিম খ্যাত ও টাঙ্গুয়ার হাওড় খ্যাত এলাকা সুনামগঞ্জের শান্তিগঞ্জে টানান পাঁচদিন শুটিং করে মুগ্ধ দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। কামরুল হুদার রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় প্রিয়াঙ্কা ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এ টানা পাঁচদিন শুটিং শেষ করে গত বৃহস্পতিবার সকালের ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় ফিরেন। সেদিন সকালেই তিনি শুটিং শেষ করে সুনামগঞ্জ থেকে রওয়ানা হয়েছিলেন সিলেট এয়ারপোর্টের উদ্দেশ্যে। সুনামগঞ্জে শুটিং করে ভীষণ উচ্ছ্বসিত ও পুলকিত প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলেন, ‘২৬ পর্বের এই ধারাবাহিকের গল্পটা বলা যায় আমাকে কেন্দ্র করেই এগিয়ে গেছে। গল্পের অন্যতম প্রধান চরিত্রে আমিই অভিনয় করেছি। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও তার আশপাশের এলাকায় শুটিং হয়েছে। সুনামগঞ্জ যে এতো সুন্দর তা সত্যিই আমার জানা ছিল না। আমি সুনামগঞ্জের প্রেমে পড়েগেছি। আমার সঙ্গে অন্যান্য শিল্পী যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ টাঙ্গুয়ার হাওড়ও ঘুরে এসেছে। কিন্তু এই ধারাবাহিকে আমার একটার পর একটা দৃশ্যে কাজ করতে হয়েছে। যে কারণে কোথাও ঘুরে বেড়ানোর সুযোগ পাইনি আমি। তবে আমি আগামীতে সুনামগঞ্জ সিলেট ঘুরতে আসবো। প্রয়োজনে কাউকে হয়তো বলতেও পারি সুনামগঞ্জে শুটিং করার জন্য। কাজও করা হলো সুনামগঞ্জ ঘুরে বেড়ানোও হলো। সত্যি মনটা পড়ে আছে সুনামগঞ্জে। সেখানকার চেয়ারম্যান সুফি ভাই, তার স্ত্রীর প্রতি, তাদের দুই সন্তান ফাহিমণ্ডনাইমেসহ তাদের পুরো পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কারণ তারা আমাকে এতো আদর যত্ন করেছেন যে খুউব মনে পড়ছে তাদের কথা প্রতি মুহূর্তে। ‘মার্ডার’ ধারাবাহিকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে প্রিয়াঙ্কা গতকাল বিক্রমপুরে গিয়েছিলেন তার মামাতো বোন রেজার বিয়েতে। সেখান থেকে ফিরে এসে তিনি কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার ব্যাপারে মিটিং-এ বসবেন। চলতি মাসের শেষেই আরও একটি নতুন একক নাটকে অভিনয় করার কথা রয়েছে তার। আজ থেকে সাত বছর আগে তিনি দক্ষিণ কোরিয়াতেই প্রথম স্টেজ শোতে পারফর্ম করেন। এরপর তিনি একে একে মালয়েশিয়া, দুবাই, ব্যাংকক, ইন্দোনেশিয়া, অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চায়নাতে স্টেজ শোতে পারফর্ম করেন।
