ডলি জহুরের আক্ষেপ
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
ডলি জহুর, বাংলাদেশের অভিনয় অঙ্গনের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী। হুমায়ূন আহমেদ’র গল্পে মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘শঙ্খনীল কারাগার’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। পরবর্তীতে চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ‘একুশে পদক’-এও ভূষিত হয়েছিলেন। তার স্বামীও একজন অভিনেতা ছিলেন। কিন্তু বহুদিন হল তিনি আর এই দুনিয়াতে নেই। একমাত্র ছেলেও থাকেন স্ত্রী সন্তানকে নিয়ে অষ্ট্রেলিয়াতে। শুধুমাত্র দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এবং অভিনয়ের প্রতি পরম ভালোলাগা ভালোবাসার কারণেই তিনি দেশে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে গত ৩০ জুলাই বিকালে গণমাধ্যমের (প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া) কিছু নিমন্ত্রিত সাংবাদিকদের সঙ্গে গল্প আড্ডায় সময় কাটিয়েছেন ডলি জহুর। ডলি জহুরের ভাষ্যমতে এমন প্রাণবন্ত মনখোলা আড্ডা আরও আগেই দেয়ার দরকার ছিলও। কিন্তু সবমিলিয়ে কখনও ভাবা হয়নাই যে এভাবেও একটা চমৎকার মার্জিত আড্ডা হতে পারে সাংবাদিকদের সঙ্গে।
