সিডনি সুইনি-বিতর্ক নিয়ে যা বলল আমেরিকান ঈগল
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

শেষ পর্যন্ত মুখ খুলেছে আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড আমেরিকান ঈগল। শুধু মুখই খোলেনি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইউফোরিয়া খ্যাত অভিনেত্রী সিডনি সুইনিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে তার পক্ষেই অবস্থান নিয়েছে।
ব্র্যান্ডটির সাম্প্রতিক বিজ্ঞাপনী প্রচারণা ঘিরে বর্ণবাদ-সম্পর্কিত ইঙ্গিতপূর্ণ বার্তা ছড়ানোর অভিযোগ ওঠে। যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই বিতর্কিত প্রচারণার শিরোনাম ছিল ‘Sydney Sweeney Has Great Jeans’, যেখানে ২৭ বছর বয়সি সুইনিকে আমেরিকান ঈগলের শরৎকালীন সংগ্রহের পোশাকে মডেল হিসেবে দেখা যায়। তবে, অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী এই স্লোগানটির সঙ্গে মিলিয়ে বর্ণবাদী বা ইউজেনিকস-ভিত্তিক (জাতিগত শুদ্ধতা) ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন। যা এক ধরনের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রশ্রয় দিতে পারে বলে দাবি করা হয়।
সেলুন (Salon) নামে যুক্তরাষ্ট্রের একটি প্রকাশনা তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, এ ধরনের ভাষা অতীতে ‘শ্বেতাঙ্গতা, রোগা শরীর এবং চেহারাগত আকর্ষণীয়তা’ উদযাপনের ক্ষেত্রে ব্যবহৃত হতো এবং আমেরিকান ঈগলের প্রচারণাকে ‘একটি সংবেদনশীলতা-বিবর্জিত বিপণন কৌশল’ হিসেবে চিহ্নিত করে।
