শুরু হচ্ছে সঞ্জিত সরকারের ‘ম্যানেজ মাস্টার’

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

গত সোমবার আরটিভিতে প্রচার শেষ হয়েছে গুণী নাট্যকার ও নাট্যনির্মাতা সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত ৬৭৬ পর্বের ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। আরটিভিতে যে দিনগুলোতে এবং যে সময়টাতে ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিক নাটক প্রচার হতো সেই একই দিনগুলোতে একই সময়ে সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত নতুন ধারাবাহিকব নাটক ‘ম্যানেজ মাস্টার’-এর প্রচার শুরু হতে যাচ্ছে। আজ থেকে প্রতি শুক্রবার থেকে সোমবার রাত দশটায় আরটিভিতে প্রচার হবে সঞ্জিত সরকারের নতুন এই ধারাবাহিক নাটক। সঞ্জিত সরকার জানান, ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকে দুটি পরিবারের দুটি গল্পই এগিয়ে যাবে। একটি গল্পে দেখা যাবে অভিনেতা যাহের আলভী বড় লোক বাবার সন্তান। একটি কারণে বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অনেক কষ্ট করে নিজেই ছোট ব্যবসা শুরু করে। একটা সময় এসে বুঝতে পারে বড় হতে হলে মানুষকে অনেক কষ্ট করতে হয়। আরেক গল্পে দেখা যাবে যে তিন বেকার মানুষ একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। কিন্তু তারা নানান মিথ্যে বলে সেই বাড়িতে ম্যানেজ করেই তিনজন থাকতে শুরু করে। এগিয়ে যায় গল্প। ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকের রচয়িতা ও নির্মাতা সঞ্জিত সরকার বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন, যে কারণে এখনও নিজেই নাটক রচনা করতে পারছি, নির্মাণও করতে পারছি। আরটিভির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এই চ্যানেলটি আমার প্রতি ভীষণ আস্থা রাখে। যে কারণে চিটার অ্যান্ড জেন্টলম্যান-শেষ হবার সঙ্গে সঙ্গেই ম্যানেজ মাস্টার-এর প্রচার শুরু হচ্ছে। নতুন ধারাবাহিকে যারা অভিনয় করেছেন, প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সবাই যার যার চরিত্রে ভীষণ মন দিয়ে অভিনয় করেছেন।