নতুন চমক নিয়ে ঋতুপর্ণা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

দুই বাংলার আলোচিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে অভিনয়ের পাশাপাশি টলিউডে সিনেমা প্রযোজনাও করেন তিনি। অভিনয়, প্রযোজনাসহ নানা রকমের দায়বদ্ধতা সবকিছুই হাসি মুখে সামলান ‘ম্যাডাম সেনগুপ্ত’ তকমা পাওয়া এই অভিনেত্রী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত ‘গুডবাই মাউন্টেন’ সিনেমাটি। এই চলচ্চিত্রটির রেশ শেষ হওয়ার আগেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘বেলা’। বর্তমানে এর প্রচারণা নিয়েই সব ব্যস্ততা অভিনেত্রীর।

এসবের মধ্যেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন রূপে বাংলার দর্শক দেখতে পাবেন ঋতুপর্ণাকে। তার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ একগুচ্ছ মুভি প্রযোজনা করেছে এবং ফিল্মমেকারদের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়। এই সংস্থা পাশে দাঁড়িয়েছে বহু শিল্পীর। এবার একটু ভিন্ন রকমের ভাবনা ভেবেছে ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা। স্বাধীনতা দিবস উপলক্ষে ঋতুপর্ণা এবং তার ‘ভাবনা আজ ও কাল’ এক অভিনব নৃত্যানুষ্ঠানের আয়োজন করতে চলেছে আগামী ১৪ আগস্ট, কলামন্দিরে। ভিন্ন ধরনের এই অনুষ্ঠানে রবীন্দ্রনৃত্য, ধ্রুপদীনৃত্যর মিশেল ফুটে উঠবে। অনুষ্ঠানের নাম ‘এন ইভিনিং অফ রিদিম অ্যান্ড রাগা’। এই অনুষ্ঠানেই ঋতুপর্ণা পরিবেশনা করবেন তার অভিনব নৃত্যভাবনা। নতুন এই ভাবনা নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। তাবড় তাবড় ধ্রুপদী শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ছন্দ এবং ধ্রুপদী রাগকে মাথায় রেখে নৃত্যপরিকল্পনা করেছি। আশা করছি মানুষের ভালো লাগবে।’

এছাড়া এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে সেতারবাদক উস্তাদ শাহীদ পারভেজ এবং তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের যুগল পরিবেশনা। ধ্রুপদীসংগীত দুনিয়ায় এই দুই দিকপালের বাজনা শোনার এক দুর্লভ অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছে কলকাতা। অনুষ্ঠানের অন্যতম চমক সুপ্রিয় গাঙ্গুলির ধ্রুপদী সংগীত পরিবেশন, তবলায় সঙ্গত করবেন ডি সুব্রত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাগ এবং ছন্দের মিশেলে এক অনন্য সন্ধ্যা উপহার দিতে চলেছে ‘এন ইভিনিং অফ রিদিম অ্যান্ড রাগা।’