হুব্বার পরিচালকের ছবিতে চঞ্চল চৌধুরী
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ ছবির পরিচালক ব্রাত্য বসু, এবার নতুন সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। অ্যাকশন থ্রিলার কমেডি ‘হুব্বা’ ছবি দর্শক-সমালোচকের কাছে প্রশংসিত হয়েছিল। ফলে নির্মাতার ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ব্রাত্যর আসন্ন ‘শেকড়’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুইটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হবে ‘শেকড়’ ছবিটি।
এ সিনেমার গল্প প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বলেন, ‘আমি মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চিরন্তন। ২০২৫ সালে আমি তার দুইটি গল্প নিয়ে এসেছি। চিত্রনাট্য আমি লিখেছি। সংলাপ লেখায় আমাকে সাহায্য করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়।’ এরপর তিনি যোগ করেন, ‘বিভূতিভূষণের লেখায় অসম্ভব মানবিক আবেদন থাকে। আমার মনে হয় যে সামাজিক চিৎকার চলছে। সেটা মানুষের আত্মাকে ধ্বংস করছে। শিল্পের মাধ্যমে যদি এই আত্মার পুনর্জীবন করতে হয়। তাহলে চিরন্তন মানবিকতার কাছে ফিরে যেতে হবে।’ পাশাপাশি দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে সিনেমার গল্প এগিয়ে যাবে। বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা লোকনাথ দে। বৃদ্ধা নারীর চরিত্রে অভিনয় করবেন ‘রক্তবীজ -২’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা সীমা বিশ্বাস। লোকনাথ যে বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন তার ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চঞ্চলের বউয়ের চরিত্রে থাকবেন পৌলমী বসু। টলিউড অভিনেতা কুণাল ঘোষকে দেখা যাবে ঝানু রাজনীতিকের চরিত্রে। এই অভিনেতা প্রসঙ্গে ছবির পরিচালক ব্রাত্য জানালেন, ‘এখানেও রাজনীতিবিদ তবে আগের ছবির মতো নয়। এই ছবিতে কুণাল খানিকটা মিষ্টি রাজনীতিবিদ।’ চঞ্চল চৌধুরী ছাড়াও ব্রাত্য বসুর আসন্ন সিনেমায় অভিনয় করবেন সীমা বিশ্বাস, লোকনাথ দে, পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়। নারায়ণ গোস্বামী প্রমুখ। ‘শেকড়’ ছবিটি প্রযোজনায় করছেন ফিরদাউসুল হাসান।
