ফের একফ্রেমে মিঠুন চক্রবর্তী-দেবশ্রী রায়

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

ঢাকাই ছবির মতো কলকাতার সিনেমা বা সিরিয়ালের প্রতিও বাংলাদেশের দর্শকদের অনেক আগ্রহ। দর্শক শুধু সিরিয়াল বা ছবি নয়, রিয়েলিটি শো দেখতেও সমান আগ্রহী। তেমনি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ নিয়ে দর্শকদের কৌতূহল দেখা যায়। এই রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে অনেক নতুন মুখের আগমন ঘটেছে ছোট ও বড় পর্দায়। তাই এর গ্র্যান্ড ফিনালের দিকে অধীর আগ্রহে চেয়ে থাকেন দর্শক। এইবারও তার ব্যতিক্রম হচ্ছে না। খুব শিগগিরই এই শো-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেদিন একঝাঁক তারকাকে বিশেষ চমক নিয়ে হাজির হতে দেখা যাবে। এই সিজনে বিচারক হিসেবে আছেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা। তাদের সঙ্গে মিঠুন চক্রবর্তীও গ্র্যান্ড ফিনালের দিন বিশেষ সাজে মঞ্চে উপস্থিত হবেন। এই গ্র্যান্ড ফিনালের মঞ্চে আবারও একফ্রেমে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়কে। শুধু তাই নয়, একসঙ্গে গানের তালে পা মেলাতেও দেখা যাবে তাদের।