প্রাক্তনরা ভালো আছেন আমিও সুখে আছি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

রবীন্দ্রসঙ্গীত, লোকগান কিংবা আধুনিক গান- সব ক্ষেত্রেই নিজের সুরেলা কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করেছেন ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীর জীবনের আলোচনায় যেমন থাকে তার গান, তেমনই ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। সম্প্রতি গায়িকা মেখলা দাসগুপ্তর পডকাস্ট ‘লেটস টক উইথ মেখলা’-তে এসে প্রাক্তনদের নিয়ে খোলামেলা আলোচনা করেন ইমন। পডকাস্টে ইমন বলেন, ‘প্রত্যেকটা প্রেম থেকে আমি অনেক কিছু শিখেছি। যখন কোনো নতুন মানুষ আমার জীবনে এসেছেন, আজ আমি যে রকম হয়েছি, তা হতে সাহায্য করেছেন। তাই আমি অনেকটা কৃতিত্ব তাদেরকেই দেব। প্রতিটা সম্পর্কে যেমন ভালো থাকে, তেমন খারাপও থাকে। তবে দুইজন দম বন্ধ করে থাকার চেয়ে মুক্ত বাতাসে উড়ে বেড়ানো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘যারা আমার জীবনে এসেছেন তাদের ধন্যবাদ। তারা যেহেতু সবাই সঙ্গীত জগতের মানুষ, তাই প্রত্যেকের চিন্তাভাবনা ও জীবনদর্শন আলাদা ছিল। তাদের সঙ্গে থেকে আমি গানের ক্ষেত্রেও বিবর্তিত হয়েছি।’
