‘দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫’ পেলেন যারা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

আলোকি কনভেনশন সেন্টারে মাত্রার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫’-এ দেশের বিজ্ঞাপন জগতে নতুন মাত্রা এনেছেন এমন ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। অফজাল হোসেন ও সানাউল আরেফিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পরস্পরের প্রতি বোঝাপড়া কীভাবে একটি প্রতিষ্ঠানকে যুগের পর যুগ এগিয়ে নিতে সাহায্য করে, তারই উদাহরণ এই অনুষ্ঠান। আফজাল হোসেন বলেন, ‘বাংলাদেশে এমন পরিবেশ ছিল যেখানে বিজ্ঞাপন তৈরির সময় সবাই একে অন্যের পাশে দাঁড়িয়েছে। তারা ভাগ করেছে না, বরং একে অন্যকে বড় হতে সাহায্য করেছে। যেমন অ্যাডকম, বিটপী, এশিয়াটিক ইত্যাদি।’ অনুষ্ঠানে আশি ও নব্বই দশকের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র ও জিঙ্গেলের সংকলন প্রদর্শন করা হয়। প্রয়াত জিঙ্গেল সুরকার আইয়ুব বাচ্চুকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করেন আফজাল হোসেন ও এলআরবির সদস্য আবদুল্লাহ আল মাসুদ। সম্মাননা তুলে দেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে আরও ছিলেন- চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু, মডেল আদিল হোসেন নোবেল, সাদিয়া ইসলাম মৌ, তানিয়া আহমেদ, পল্লব চক্রবর্তী, তানভিন সুইটি; রূপসৃজনে নাহিদ নওরীন জাহান (নাহিন); নেপথ্য কণ্ঠে নিমা রহমান ও ত্রপা মজুমদার; জিঙ্গেলে রিপন খান, ফোয়াদ নাসের (বাবু) ও কণ্ঠশিল্পী সুমনা হক। ব্যক্তিগত কারণে সাদিয়া ইসলাম মৌ উপস্থিত না থাকায় তার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লামিয়া তাবাসসুম চৈতী। সম্মাননা প্রদানকারীদের মধ্যে ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার, প্রখ্যাত কার্টুনিস্ট ও চিত্রশিল্পী রফিকুন নবী, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, অভিনেতা তারিক আনাম খান, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, লেখক, পর্বতারোহী ইফতেখারুল ইসলাম, বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং গড ম্যাগাজিনের সম্পাদক রোমানা চৌধুরী। ১৯৮৪ সালে আফজাল হোসেন ও সানাউল আরেফিনের হাত ধরে জন্ম নেওয়া মাত্রার ধারাকে সঙ্গে নিয়ে পরবর্তী প্রজন্মের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অমিতাভ রেজা চৌধুরী বিজ্ঞাপনে নতুন ভাষা ও বর্ণনার পথ খুলেছেন। এ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের দেওয়া হয় বিশেষ সম্মাননা।