বিকিনিতে উত্তাপ ছড়ালেন মিমি চক্রবর্তী

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

‘রক্তবীজে’র সিক্যুয়েলে শুধু মারকাটারি লুকেই দেখা যাবে না মিমি চক্রবর্তীকে। আবেদনও ছড়াবেন। গতকাল ৯ সেপ্টেম্বর ‘চোখের নীলে’ গানের টিজারে সেরকম আভাস মিলেছিল। গতকাল গান প্রকাশ পেতেই নায়িকার সৌন্দর্যের উত্তাপ ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড নায়িকাদের স্টাইলে সমুদ্র সৈকতে নীল বিকিনি পরে মিমির হেঁটে যাওয়া উষ্ণতা ছড়াতে বাধ্য। থাইল্যান্ডের নির্জন সমুদ্র সৈকতে মিমি-আবিরের ঘনিষ্ঠ প্রেম। গানে বিকিনিতে নিজেকে মেলে ধরা মিমিকে কখনও দেখা গেছে আবীর চট্টোপাধ্যায়ের কোলে। আবার কখনও একসঙ্গে দোলনায়। সবমিলিয়ে রোমান্সে ভরপুর যেন ‘চোখের নীলে’ গানটি। গানটি গেয়েছেন অনুপম রায় এবং নবাগতা গায়িকা সুচন্দ্রিকা গোলদার। এই গানের হাত ধরে যেন আবার সেই পুরনো দিনে চলে গেলেন শ্রোতারা। পূজায় আসছে মিমির সিনেমা ‘রক্তবীজ ২’। ছবিতে পুলিশ কর্মকর্তার বেশে দেখা যাবে মিমিকে। তাই নিয়ে উচ্ছ্বসিত অনুরাগী। তার মধ্যে নীল বিকিনিতে নায়িকাকে পাওয়া যেন বাড়তি পাওনা হতে যাচ্ছে তাদের জন্য। ছবির দৃশ্যধারণ করা হয়েছে ব্যাংককে। সামাজিক মাধ্যমে সে ঝলকও দেখা গেছে। জানা গেছে এ ছবিতে নাকি মিমিকে আরও মারকুটে দেখা যাবে।