‘শ্যাম বন্ধুরে’ দিয়ে জ্যোতির বাজিমাত
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

জ্যোতি এই প্রজন্মের নবীণ কণ্ঠশিল্পী। ভীষণ মিষ্টি আর সুরেলা কণ্ঠের এই সঙ্গীতশিল্পী অল্প সময়ের মধ্যেই তার গায়কি দিয়ে চলে এসেছেন আলোচনায়। মাত্র কয়েকটি গান গেয়েই তিনি আলোচনায় চলে এসেছেন। সঙ্গীত জীবনের শুরুতেই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে একেবারেই এই প্রজন্মের নতুন একজন গায়িকার দ্বৈত গান গাওয়ার সুযোগ হয়েছে জ্যোতির। মূলত কিছুদিন আগে ধ্রুব’ মিউজিক স্টেশনে প্রকাশিত জ্যোতির লেখা ও সুরে প্রথম মৌলিক গান ‘আমি ধন্য’ প্রকাশের আগেই জ্যোতির কণ্ঠে ‘আমি ধন্য’ গানটি শোনার সুযোগ হয়েছিল আসিফ আকবরের। জ্যোতির মিষ্টি সুরেলা কণ্ঠ ভালোলেগে যায় আসিফ আকবরের। তিনিই জ্যোতিকে তার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ করে দেন। গত মার্চে আসিফ আকবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় আসিফ-জ্যোতির প্রথম দ্বৈত গান ‘তুমি শুধু তোমারই মতো’ গানটি। গানটি প্রকাশের পর বেশ সাড়া ফেলে। ইউটিউবে গানের কমেন্ট বক্সে আসিফ আকবরের সঙ্গে জ্যোতির গায়কিরও প্রশংসা করেছেন শ্রোতা দর্শক। দিনে দিনে এই গানের প্রসারও বাড়ছে। যা জ্যোতির জন্য আগামীতে আরও ভালো ভালো গান করার সুযোগও বয়ে আনছে। এরইমধ্যে জ্যোতির তৃতীয় মৌলিক গান ‘শ্যাম বন্ধুরে’ও ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই গানও চলে এসেছে রাতারাতি আলোচনায়। গানটি লিখেছেন মনসুর সানী, সুর করেছেন মাসুদ টুটুল, সঙ্গীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। এটি জ্যোতির একক গান। এই গানের প্রতি শ্রোতা দর্শকের ভালোলাগা দিনদিন বাড়ছে বলে জানান জ্যোতি। জ্যোতি বলেন, ‘শ্যাম বন্ধুরে গানটি নিয়ে আমার ভীষণ প্রত্যাশা ছিল। আমি প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। গানটির নেপথ্যে যারা কাজ করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ গানের গীতিকার সুরকারের কাছে। সত্যি বলতে কী গান আমি মন থেকে ভালোবাসি। যদিও বা গানে আমার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কিন্তু ছোটবেলায় বাংলা ছায়াছবির গান খুব শুনতাম আমি। আর তখন থেকেই গানের প্রতি তার ভীষণ ভালো লাগা জন্মায়।
