শুটিংয়ে আহত সালমান খান

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

অনেক দিন হলো স্বস্তি নেই সালমানের ভক্ত শিবিরে। ভাইজানের একের পর এক ফ্লপ সিনেমায় নাজেহাল তারা। এবার তাদের জন্য ফের মন খারাপ করা খবর। শুটিংয়ে আহত হয়েছেন সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সালমান। সেট পাতা হয়েছিল লাদাখে। বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল। সেসব দৃশ্যের ধারণকালে আহত হন সালমান। ‘ব্যাটল অফ গলওয়ান’-এর শুটিং চলছিল লাদাখের বরফাবৃত এলাকায়। সেখানকার তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে। রয়েছে অক্সিজেনের অভাবও। এ পরিবেশে টানা ৪৫ দিন শুটিং করতে হয়েছে যারমধ্যে সালমান করবেন ১৫ দিন। সেখানে কাজ করতে গিয়েই চোট পেয়েছেন ভাইজান। তবে বিশ্রাম না নিয়ে চোটসহ চালিয়েছেন শুটিং।

এদিকে লাদাখের অংশের শুটিং শেষ। এবার বিশ্রামে নিচ্ছেন সালমান। বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন। পরবর্তী শুটিং মুম্বাইয়ে হবে বলে জানা যাচ্ছে। ছবির পরিচালক অপূর্ব লখিয়া। সালমানকে সর্বশেষ দেখা গেছে সিকান্দার সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা।