অনন্ত জলিলের নামে মামলা, যা বলছে তার প্রতিষ্ঠান

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

সম্প্রতি ঢালিউড অভিনেতা অনন্ত জলিল এবং তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সাভার থানায় একটি মামলা করা হয়েছে। মামলার তিন দিনের মাথায় সাভার জোনের পুলিশ সুপারের কাছে অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি এ্যাপারেলস লিমিটেড অভিযোগের সুষ্ঠ তদন্ত দাবি করেছে। গতকাল মঙ্গলবার অনন্ত জলিল নিজের ফেসবুকে এবি এ্যাপারেলস লিমিটেডের আবেদনপত্রটি প্রকাশ করেন। যেখানে জানানো হয়, রাব্বি টেক্সটাইলের কর্ণধার মো. ইলিয়াস মিয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর আগে এবি এ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ উঠলে প্রতিষ্ঠানটি দুইবার তাদের প্রমাণাদি জমা দেয়। পরবর্তীতে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সাভার থানা অফিসার ইনচার্জ, সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং জনাব মো. ইলিয়াস মিয়াসহ এবি এ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষের মিটিং অনুষ্ঠিত হয়। গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ত্রিপক্ষীয় মিটিংয়ে রাব্বি টেক্সটাইল তাদের অভিযোগের কোনো প্রমাণাদি দেখাতে পারেননি। ফলে ওই মিটিংয়ে উপস্থিত সবাই বুঝতে পারেন যে, রাব্বি টেক্সটাইলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন।

রাব্বি টেক্সটাইল যদি ২০১৯ সালে ফেব্রিক ডেলিভারি দিয়ে এবি এ্যাপারেলস লিমিটেড থেকে টাকা না পায়, বা ব্যবসায়িক কোনো ঝামেলা থাকত, তাহলে আমাদের সঙ্গে তারা কীভাবে ব্যবসা চালিয়ে যায়? রাব্বি টেক্সটাইল ২০১৯-২০ সালে এবি এ্যাপারেলস লিমিটেডকে পকেটিং ফেব্রিক সাপ্লায় করে। যার অর্থ মিউচুয়াল টাস্ট্র ব্যাংক লিমিটেডের মাধ্যমে পরিশোধ করা হয়। এবি গ্রুপের চেয়ারম্যান এবং অভিনেতা আনন্ত জলিল সরকার কর্তৃক একাধিকবার সিআইপি হিসাবে ভূষিত হয়েছেন। অর্থ আত্মসাতের অভিযোগ সুদূর দূরভিসন্ধি এবং সন্দেহমূলক। এটা এবি গ্রুপের চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস।