অনিমেষের গানে যাপিত জীবনের গল্প

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

লোকগানের ফিউশনধর্মী আয়োজনে অংশ নিয়ে সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছিলেন শিল্পী অনিমেষ রায়। অনলাইন সংগীতায়োজন কোক স্টুডিও বাংলায় তার গাওয়া ‘নাসেক নাসেক’ গানটি এখনও দর্শক-শ্রোতা মনে অনুরণন তুলে যাচ্ছে। এবার অনিমেষ আলোচনায় এসেছেন নাটকের গানে প্লেব্যাক করে।

সম্প্রতি ‘ছু মন্তর ছু’ শিরোনামে ভিন্ন ধাঁচের একটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। যেটি রেকর্ড করা হয়েছে ‘ফান্দা’ নামে একক নাটকের জন্য। গানে অনিমেষের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন সময়ের আরেক আলোচিত শিল্পী অদিতি রহমান দোলা। অনিমেষ শুধু ‘ছু মন্তর ছু’ গানের শিল্পী নন, মূলত তিনি এই গানের স্রষ্ঠা। গীতিকথা লেখার পাশাপাশি গানের সুরও করেছেন তিনি। গানের সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি। চলতি সপ্তাহে ক্যাপিটাল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ‘ফান্দা’ নাটকের দৃশ্য নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পরিচালক এ কে পরাগ। অনিমেষ রায়ের কথায়, ‘সিনেমা বা নাটকের গান তৈরি করা হয় কাহিনি ও চরিত্রগুলোর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। ‘ফান্দা’ নাটকের বেলায় এর ব্যতিক্রম হয়নি।