আমি এতো বোকা মেয়ে না

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

গত বছর মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের একটি ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পেছনে দাঁড়িয়ে মুচকি হাসির ভিডিও আলোড়ন ফেলে দেয়। সেই হাসির কারণে ৫ আগস্টের পর বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাকে।

সম্প্রতি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর বিজয়ীর মাথায় মুকুট তুলে দেওয়ার পর গণমাধ্যমের মুখমুখি হয়েছিলেন পিয়া। সেখানে নিজের হয়রানির কথা বলে গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। গতকাল বৃহস্পতিবার ওই দিনের (মিস ইউনিভার্স পুরস্কার প্রদান) একটি ভিডিও ক্লিপ নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন ‘আপনি আবার কবে সুন্দরী প্রতিযোগিতায় যাবেন?’ সংবাদকর্মীর প্রশ্নের জবাবে মডেল পিয়া বলেন, ‘আপনারা কী ভাবেন মেয়ে মানুষের বয়স হয় না। আমি যদি এখনও ষোল বছর, পঁচিশ বছরের মেয়েদের মতো হেঁটে বেড়ায়, আমি আমার কাজটা করব না? আমার যে মেধা, পড়াশোনা করেছি সেটার প্রতিফলন ঘটাব না? আমি আজীবন বিউটি প্রেজেন্টে যাব, আজীবন হাঁটব, আমি এতো বোকা মেয়ে না।’ শোবিজে পিয়ার যাত্রা শুরু হয় র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। পরে ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন তিনি। তিনি চলচ্চিত্রে নাম লেখান রেদওয়ান রনি নির্মিত ‘চোরাবালিতে’ অভিনয়ের মাধ্যমে।

অভিনয়কে পেশা হিসেবে নিলেও ছোটবেলা থেকে পিয়া ব্যারিস্টার হওয়ার স্বপ্ন লালন করে আসছিলেন। সেই উদ্দেশ নিয়ে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে পড়াশোনাও করেছেন। ২০২২ সালে সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।