ফের ঢাকায় মঞ্চ মাতাবেন আলি আজমত

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আলি আজমত ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকদের জানিয়েছেন।

এবার তার ভক্তদের জন্য এলো কনসার্টের চূড়ান্ত তারিখ ঘোষণার চমক। বহুল প্রতীক্ষিত এই কনসার্টটি আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ‘আলি আজমত লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন।

গত মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের তারিখ নিশ্চিত করে আলি আজমত নিজেই তার অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, ‘গেটসেটরক.কম থেকে আপনার টিকিট সংগ্রহ করুন।’ ঢাকায় আলি আজমতের এটি তৃতীয় সফর। কনসার্টটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টার।