‘শেকড়’-এর শুটিংয়ে ভারতে গেলেন চঞ্চল চৌধুরী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

মাস দুয়েক আগে অ্যাকশন থ্রিলার কমেডি ‘হুব্বা’ ছবির পরিচালক ব্রাত্য বসু ঘোষণা দিয়েছিলেন তার নতুন সিনেমায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। কথা ছিল অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হবে ছবির শুটিং। কথা অনুযায়ী ‘শেকড়’-এর টিম নিয়ে কলকাতার বীরভূমে শুরু হয়েছে অভিনেতার নতুন সিনেমার শুটিং। কয়েকদিন ধরে শুটিং চললেও গত সোমবার যোগ দিয়েছেন চঞ্চল।
জানা যায়, গত সোমবার ঢাকা থেকে কলকাতায় পৌঁছান চঞ্চল। কলকাতা থেকে সরাসরি বীরভূমের শুটিং সেটে যান তিনি। শুটিংয়ের মাঝেই সবার সঙ্গে খুনসুটি করছেন। ‘শেকড়’ সিনেমার শুটিং দেখতে বীরভূমির মোহনপুরের গ্রামবাসীরা।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’-এর অবলম্বনে নির্মিত হবে ‘শেকড়’ ছবিটি। এ সিনেমার গল্প প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক ব্রাত বসু বলেছিলেন, ‘আমি মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চিরন্তন। ২০২৫ সালে আমি তার দুইটি গল্প নিয়ে এসেছি। চিত্রনাট্য আমি লিখেছি। সংলাপ লেখায় আমাকে সাহায্য করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়।’
পাশাপাশি দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে সিনেমার গল্প এগিয়ে যাবে। বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা লোকনাথ দে। বৃদ্ধা নারীর চরিত্রে অভিনয় করবেন ‘রক্তবীজ -২’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা সীমা বিশ্বাস। লোকনাথ যে বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন তার ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চঞ্চলের বউয়ের চরিত্রে থাকবেন পৌলমী বসু। ‘শেকড়’-এর জন্য মুম্বাই থেকে উড়ে কলকাতায় এসেছে সীমা বিশ্বাস। শুটিং সেটে পরিচালকের কাছে পছন্দের খাবার আবদার করছেন। তার পছন্দমতো হাজির হচ্ছে বিভিন্ন জাতের মাছের রেসিপি। গতকাল বুধবার শুটিং শেষে আবার মুম্বাই ফিরবেন অভিনেত্রী। সীমার কথায়, ‘শেষ দিনে সব করে নেব। আজ আমি মলা ঢেলা মাছ দিয়ে ভাত খেয়েছি। আমার জন্য ওরা রান্না করেছিল। পাবদা মাছও আমার খুব প্রিয়। অনেকে ভাবেন আমি গম্ভীর প্রকৃতির। কিন্তু আমি কিন্তু ওরকম নই। খালি একটু লজ্জা পাই।’
চঞ্চল চৌধুরী ছাড়াও ব্রাত্য বসুর আসন্ন সিনেমায় অভিনয় করবেন সীমা বিশ্বাস, লোকনাথ দে, পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়, নারায়ণ গোস্বামী প্রমুখ।
