হাসপাতালে নির্মাতা শাহনেওয়াজ কাকলী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

দেশের বরেণ্য পরিচালক এবং চিত্রনাট্যকার শাহনেওয়াজ কাকলী গত মঙ্গলবার রাতে স্ট্রোক করেছেন। সামাজিকমাধ্যমে এক পোস্টে নির্মাতার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন অনিমেষ আইচ। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে অনিমেষ তার ফেসবুকে কাকলীর অসুস্থতার কথা জানিয়ে লেখেন, ‘আমার অত্যন্ত প্রিয় বন্ধু, চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী স্ট্রোক করেছে। বিপর্যস্ত! খূব স্বাভাবিক!’
এদিকে চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী এক পোস্টে কাকলীর সুস্থতা কামনা করেছেন। তিনি লেখেন, ‘স্ট্রোক করে হাসপাতালে কাকলী। তোমার জন্য অনেক প্রার্থনা সুস্থ হয়ে যাও। পোষ্য প্রাণীগুলো আমরা তোমার অপেক্ষায়। বাসায় ফিরে এসো অনেক আড্ডা হবে। এবার কথা দিলাম সত্যি তোমার বাসায় যাব।’ শাহনেওয়াজ কাকলীর শারীরিক অবস্থার খবর জানতে যোগাযোগের চেষ্টা করেও পরিবারের পক্ষ থেকে সাড়া মেলেনি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘উত্তরের সুর’ ছবি পরিচালনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন কাকলী। ছবিটি ভারতের গোয়া, কলকাতা ও থার্ড আই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়। সেরা ছবি, পার্শ্ব-অভিনেত্রী ও শিশুশিল্পী ৩টি বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
