‘সাইয়ারা’-এর সাফল্যের পর আহানের উগ্র রূপ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

এক ছবিতেই সব সাফল্য হাতের মুঠোয় আহান পাণ্ডের। সাইয়ারায় পাগল প্রেমিকের অবতারে ধরা দিয়ে মন ভরিয়েছেন দর্শকের। প্রথর ছবির এ সাফল্য পেতেই বেরিয়ে এলো এ নায়কের উগ্র রূপ! তবে চিন্তিত হওয়ার কিছু নেই। জনপ্রিয়তা পেয়ে বিগড়ে যাননি আহান। এ উগ্রতা তার পরের সিনেমার জন্য। যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক আলি আব্বাস জাফর। এ ছবির একটি লুক সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন আহান। যেখানে তাকে দেখা গেছে ছোট করে কাটা চুলে। স্বল্প দাড়ি, পরনে লেদার জ্যাকেট। নিজের ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘এটা একটা কাট।’ জানা গেছে, আহানের নতুন ছবির শুটিং শুরু হবে আগামী বছর। এতে তার বিপরীতে দেখা যাবে শর্বরী ওয়াগকে। আহানের সঙ্গে অনীত পাড্ডার রসায়ন ছাপিয়ে শর্বরীর সঙ্গে কেমিস্ট্রি কতটা জমে ওঠে সেটাই দেখার বিষয়।
