এসডি রুবেলের সিনেমায় শিরিন শিলা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

কানাডা সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী শিরিন শিলা। দেশে ফিরেই আবারও কাজে ফিরেছেন। বর্তমানে একাধিক চলচ্চিত্রের শুটিং ও নতুন প্রজেক্টের প্রস্তুতিতে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি কাজ করছেন ‘যাযাবর’ সিনেমার বাকি অংশের শুটিংয়ে। মাকে সঙ্গে নিয়ে কিছুদিন আগে কানাডা ঘুরে আসায় সিনেমাটির কিছু দৃশ্য তখন অসমাপ্ত ছিল। দেশে ফিরেই সেই দৃশ্যগুলোর শুটিংয়ে অংশ নিয়েছেন শিরিন শিলা। এদিকে নতুন খবর হলো, সরকারি অনুদানে নির্মিতব্য একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ নায়িকা। এসডি রুবেল পরিচালিত ‘নীল আকাশে পাখি উড়ে’ নামের এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মাসে। ছবিতে এসডি রুবেলের বিপরীতে দেখা যাবে তাকে। শুটিং শুরুর আগে চলছে প্রস্তুতির কাজ।

এই প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘দেশে ফিরে প্রথমেই ‘যাযাবর’ সিনেমার বাকি কাজ শুরু করেছি। পাশাপাশি কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। আগামী মাসে এসডি রুবেল ভাইয়ের পরিচালনায় সরকারি অনুদানের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছি।