চলচ্চিত্রে সাফল্যের যাত্রায় স্নিগ্ধা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

মঞ্চে অভিনয়ের শেকড় গেঁথে অতঃপর টেলিভিশন নাটকের ব্যস্ত অভিনেত্রী স্নিগ্ধা হোসেন। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘বেহুলা দরদী’ ছবিটি। এটি পরিচালনা করেছেন নাট্য নির্মাতা সবুজ খান। ছবির অন্যতম প্রধান নারী চরিত্রের শিল্পী স্নিগ্ধা হোসেন জানান, বাংলাদেশের টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও বেহুলা নাচারি গীতিনাট্য অবলম্বনে ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে স্নিগ্ধা বলেন, বেহুলা দরদী ছবিতে এটি গুরুত্বপূর্ণ এবং একমাত্র ভিন্নধর্মী চরিত্র। এমন একটি চরিত্রে আমি নিজেকে উজাড় করে দিয়ে অভিনয় করেছি। স্নিগ্ধা আরও বলেন, অনেক দিন ধরে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে মৌলিক গল্পের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। সেই দিক থেকে ছবিটি অনন্য। এই

ছবির প্রতিটি শিল্পীই নিজেদের সেরাটা দিয়ে অভিনয় করেছেন। তাই তো বেহুলা দরদী একটি অসাধারণ চলচ্চিত্র হয়েছে। এটি দেখে সংস্কৃতিপ্রিয় মানুষের খুবই ভালো লাগবে। দর্শকদের ভালো লাগলে চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে আমার সাফল্যের পথচলা শুরু হবে বলে আমি বিশ্বাস করি। জাহিদ ইসলাম প্রযোজিত বেহুলা দরদী ছবির বিভিন্ন চরিত্রে স্নিগ্ধা হোসেনসহ আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সূচনা সিকদার, প্রাণ রায়, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আলমগীর হোসেন, শেখ মিরাজুল, সেলজুক, সানজিদা মিলা, হাসিমুন, রেশমি, ইমরান হাসু,

মনিষা সিকদার, নয়ন, আফফান মিতুলসহ আরও অনেকে। প্রসঙ্গত,

স্নিগ্ধা হোসেনের অভিনীত নাটকের সংখ্যা শতাধিক।