‘স্বার্থপর’ দেখে আফসোস, যা বললেন তাসনিয়া ফারিণ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণ এ মুহূর্তে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে কলকাতায় অভিনেত্রী। একটা সময় দেবের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ হারিয়ে ফেলেন অভিনেত্রী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিকের ‘স্বার্থপর’ দেখে আফসোস করেন। কেন এ রকম সিনেমা বেশি বেশি তৈরি হয় না বলেও জানিয়েছেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছিলাম। অনেক দিন পর আসায় যেন বেশি ভালো লাগছে। সবার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। ঘুরছি এদিক-সেদিক। পছন্দের খাবারগুলোও খাওয়ার চেষ্টা করেছি। কলকাতায় সবে কালীপূজা শেষ হয়েছে। ভাইফোঁটার উদযাপন চলছে। এমন প্রশ্নের উত্তরে তাসনিয়া বলেন, হ্যাঁ, এয়ারপোর্ট থেকে আসার সময়েই চারদিকে দেখেছি আতসবাজি পুড়ছে। সারা শহর আলোয় সাজানো। কী যে ভালো লাগছিল! এই শহরে কী কারণে? উত্তরে অভিনেত্রী বলেন, আরও আগেই আসার কথা ছিল। ভিসা পাচ্ছিলাম না। একটি সিনেমায় তো অভিনয় করাই হলো না (দেবের সিনেমায়)। এখন সেই সমস্যা মিটেছে। অনেক দিন ধরেই এখানে কাজের কথা চলছে। ফোনে সেসব কথা তো হয় না। তা ছাড়া ঘুরতেও এলাম। আসতে পারি না আপনাদের কাছে?
আপনি আর চঞ্চল চৌধুরী অনিরুদ্ধ রায় চৌধুরীর আগামী সিনেমায় আছেন? তিনি বলেন, আগামী সিনেমা কি না জানি না। তবে অনেক আগে থেকেই টোনিদার সঙ্গে কথা চলছে। ফলে ওর সঙ্গে কাজের জন্য মুখিয়ে আছি। আর চঞ্চলদা সেই কাজে থাকবেন কি না এটিও জানি না। বাংলাদেশের মানুষেরা যখন আমাদের কাছে আসেন, তখন আমরা জানতে চাই- ও পার বাংলা কেমন আছে? তাসনিয়া ফারিণ বলেন, ভালো আছে বাংলাদেশ। ভালো ভালো কাজ হচ্ছে। আমিও কাজ করছি। এখন ওখানে সিনেমার বাজেট আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যদিও হল সংখ্যা নিয়ে এখনো প্রশ্ন আছে। সব মিলিয়ে ভালোই। মাঝখানে ‘অন্ধকার সময়’ পেরিয়ে এসেছেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, দেখুন, আমি না একেবারেই রাজনীতিমনস্ক নই। বেশি কথা বলতেও ভালোবাসি না। এ বিষয়টি নিয়ে খুব বেশি বলতে পারব না। বলতে চাইও না। মোস্তফা সরয়ার ফারুকীর সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ আপনাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। তাকে রাজনীতিতে দেখে খুশি? শিল্পীদের এই আঙিনায় পা রাখা উচিত? এ প্রসঙ্গে তাসনিয়া বলেন, আমার খুশি-অখুশি হওয়ার কিছু নেই। প্রত্যেকের স্বাধীন ইচ্ছা রয়েছে। আমি রাজনীতি বুঝি না। তাই আমি কোনো দিন এই ময়দানে পা রাখব না। দেবের নায়িকা হওয়ার সুযোগ হারানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আর বলবেন না! ওরা অনেক দিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিলেন। আমিও আসার খুবই চেষ্টা করেছি। বেশ টানাপোড়েন গেছে তখন। শেষ পর্যন্ত ব্যাটে-বলে হলো না। এই তো, দিন দুই আগে ‘স্বার্থপর’ সিনেমার প্রিমিয়ারে দেখাও হলো দেবদার সঙ্গে। অভিনেত্রী বলেন, বিয়ের সঙ্গে অভিনয়ের সত্যিই বিরোধ নেই। একজন নায়িকা কতো বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটি আমি ঠিক করব। তিনি বলেন, আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে! ঈশ্বরকে ধন্যবাদ, বিশ্ব এই ট্যাবু ভাঙতে পেরেছে। তিনি বলেন, হলিউড থেকে আমাদের দেশ নায়িকার বিয়ে নিয়ে আর কেউ মাথা ঘামান না! হয়তো আগে বিয়ের পর নায়িকারা সময় বের করতে পারতেন না, তাই বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছিল। আপনিই তো বলেছিলেন- বিয়ের পর স্বামী-সংসারের জন্য অভিনয় ছাড়তে রাজি। উত্তেজিত কণ্ঠে তাসনিয়া বলেন, না, না, আমার সে বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। স্বামীর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলাম- স্বামীর আগে কিছুই না। তার মানে কাজ ছেড়ে দেব এ কথা বলিনি? আমার স্বামী কোনো দিন কাজ ছাড়ার কথা বলেননি। তাহসান খানের সঙ্গে নাম জড়ানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পুরোটাই ভুলভাল।
