কিছু বলেন না চঞ্চল চৌধুরী

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সাম্প্রতিক সময়ে অনেকটাই নীরব। একসময় সামাজিক-রাজনৈতিক বিষয়েও সরব ছিলেন তিনি। কিন্তু এখন যেন হিসাব করেই কথা বলেন। কারণ কি? নিজেই দিয়েছেন সেই জবাব। তার ভাষ্য, ?‘দেশের যে পরিস্থিতি, কিছু বললেই যদি ঝামেলায় পড়তে হয়। তাই বলি না।’

গত বুধবার ‘দম’ সিনেমার মহরতে এসে এমন মন্তব্য করেন চঞ্চল। ঘটনাটি ঘটে রাজধানীর একটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে। মজার ছলে হলেও অভিনেতার কথায় ছিল বাস্তবতার আভাস।

মহরতের দিন বেশ নাটকীয়ভাবে হাজির হন ছবির নায়িকা পূজা চেরি।

পালকিতে করে নিয়ে আসা হয় তাকে। পালকি থেকে নেমে তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি যখন ভেতরে ছিলাম সবাই দেখলাম খুব কনফিউজড আমাকে নামানোর ব্যাপারে। কেউ তো ভালোবাসে না মনে হয়।’

এ সময় পূজার কথার জবাবে চঞ্চল হেসে বলেন, ‘দেশের যে পরিস্থিতি, আগ বাড়িয়ে কিছু বললে যদি ঝামেলায় পড়তে হয়। তাই চুপ করে আছি।’ চঞ্চলের এই সংযমপূর্ণ মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

কেউ বলেন, তিনি মজার ছলে বলেছেন কথাটি। আবার অনেকের মতে, এতে দেশের বর্তমান বাস্তবতার প্রতিফলনই ঘটেছে।

‘দম’ পরিচালনা করছেন রেদওয়ান রনি। দুই বছর আগে ছবিটির ঘোষণা এলেও এবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো কাজ। এতে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি।