এবার দীপিকার পাশে দাঁড়ালেন কোয়েল মল্লিক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

বলিউডে ৮ ঘণ্টার কাজের শিফটের দাবিকে ঘিরে তোলপাড় তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীপিকা পাড়ুকোনের অবস্থানের পক্ষে সুর মিলিয়েছেন। কোয়েল বলেছেন, নতুন মা হিসেবে দীপিকার এই দাবি একেবারেই ন্যায্য এবং এতে কোনো অন্যায় নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, মাতৃত্বের পর কাজের সময় সীমিত রাখা স্বাভাবিক এবং ব্যক্তিগত জীবন ও পেশাদার দায়িত্বের ভারসাম্য বজায় রাখা মূল বিষয়। পাশাপাশি, প্রযোজনা সংস্থার দিকও বিবেচনা করেছেন। কোয়েলের মতে, বড় বাজেটের প্রোডাকশন হলে প্রতিদিন এবং প্রতি ঘণ্টার খরচ থাকে। তাই বিষয়টি পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।

দুই সন্তানের মা হয়েও টালিউডে সমান তালে কাজ করে চলেছেন কোয়েল। চলতি বছরেই তার একাধিক ছবি মুক্তি পেয়েছে। একজন কর্মনিষ্ঠ অভিনেত্রী ও মা হিসেবে তার অভিজ্ঞতা থেকে তিনি দীপিকার অবস্থান বোঝার চেষ্টা করেছেন।