তখনকার আমাকে দেখে ভীষণ আফসোস হয়

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় আগমন ঘটে মুনমুনের। তিনি ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন। তবে অশ্লীলতার জন্য তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সরকার। এজন্য ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। মুনমুন এখন সিনেমায় অনেক টাই অনিয়মিত। ৬ বছরে ৮০টির মতো সিনেমায় কাজ করেছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে কয়েক বছর আগে কিছু সিনেমাতে কাজ করলেও সেগুলো সেভাবে সাড়া ফেলতে পারেনি। অভিনয়ে এখন সরব না হলেও সোশ্যালে বেশ সরব এই নায়িকা। মাঝেমধ্যেই নানা বিষয় নিয়ে কথা বলেন, নিজের পুরনো সময়ের স্মৃতিচারণা করতেও দেখা যায় তাকে। গত রোববার নিজের সোশ্যালে বেশ পুরনো একটি ছবি শেয়ার করেন মুনমুন। ছবিতে তার সঙ্গে দেখা গেছে এক সহকারী পরিচালককে। অভিনেত্রী জানিয়েছেন, ছবিটি ‘শত্রু সাবধান’ সিনেমার শুটিংয়ের সময়ে তোলা।

মুনমুন লিখেছেন, ‘শত্রু সাবধান’ ছবির আউটডোরের শুটিং কক্সবাজারে করছিলাম, এর মধ্যে সহকারী পরিচালক ভাইয়া এসে বললেন মুনমুনের সঙ্গে একটা ছবি তুলে রাখি। আমিও খুশি হলাম, ছবি তুললাম একসঙ্গে। ভাইয়ার নাম শেখ শামীম ভাই। ধন্যবাদ মোতালেব ফরাজি ভাই, নাম মনে করিয়ে দেওয়ার জন্য। এরপর তিনি আরও লেখেন, স্মৃতিটা ছবি হয়ে রয়ে গেছে। তখনকার আমাকে দেখে ভীষণ আফসোস হয়। সেই দিনগুলো কতো ভালো ছিল। এককথায় বলা যায় আমার জীবনের শ্রেষ্ঠ সময়। অভিনয়ের বাইরে মুনমুনের ইচ্ছে ছিল গায়িকা হওয়ার। সে ইচ্ছেও পূরণ করেছেন তিনি। বছর চারেক আগে ‘বাউলা মাইয়া’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।