একই সিনেমায় মৌসুমি, ফারিয়া ও তানিয়া, নায়ক কে?
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

চট্টগ্রামের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হচ্ছে নতুন ছবি ‘ট্রাইব্যুনাল’। এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। ক্রাইম থ্রিলার ও কোর্টরুম ড্রামা ঘরানার গল্পে তা পরিচালনা করছেন রায়হান খান। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, গত ১২ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। আরও ২০-২২ দিন এর শুটিং চলবে। চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও কুমিল্লায় সিনেমাটির দৃশ্যধারণ হবে। ট্রাইব্যুনালের কাস্টিং লাইনআপও বেশ চমকপ্রদ। পর্দায় থাকছেন শীর্ষ তিন জনপ্রিয় অভিনেত্রী। তারা হলেন- মৌসুমি হামিদ, নুসরাত ফারিয়া ও তানিয়া বৃষ্টি। জানা যায়, পর্দায় নুসরাত ফারিয়াকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। আইনজীবীর ভূমিকায় থাকছেন তিনি। অন্যদিকে, দুই অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ। গল্পটি এগিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলাকে কেন্দ্র করে। স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে প্রয়াত এক ২১ বছর বয়সি নারীর মামলার ঘটনাবলী পর্দায় তুলে আনছেন নির্মাতা। ‘এটা একটা ইমোশনাল থ্রিলার গল্প’ উল্লেখ করে রায়হান খান বলেন, ‘আমাদের দেশে প্রতিবছর পুরুষদের হাতে প্রায় ৫০ হাজার নারী নির্যাতনের শিকার হন; তাদের কেউ মেয়ে, কেউ মা, কেউ স্ত্রী, কেউ-বা প্রেমিকা। অনেক সময় সেই মামলাগুলো ন্যায়বিচার পর্যন্ত পৌঁছাতে পারে না কিংবা বিচার বা ন্যায়বিচার হলেও আমরা সেভাবে জানতে পারি না। শুধু জানতে পারি সেসব মামলার বিষয়ে, যেগুলো ভাইরাল হয়।
