অসহায় শিক্ষার্থীদের গান শেখাবেন মৌমিতা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সংশ্লিষ্ট অঙ্গনের ব্যক্তিরাসহ অনেকে। সংগীত ও শারীরিক শিক্ষা পদ পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এবার প্রতিবাদস্বরূপ ব্যতিক্রমী উদ্যোগ নিলেন কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়া। প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা অর্থের অভাবে গান শিখতে পারে না তাদের বিনা পারিশ্রমিকে সংগীত শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি খুব ছোট মানুষ। আমার জায়গা থেকে অতশত প্রতিবাদের ভাষা আজকাল বোঝা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবুও একটা কথা বলি, প্রাইমারি স্কুলের কোনো বাচ্চা (বয়স ৪-১২) যদি টাকার অভাবে গান শিখতে না পারে, তবে সে নির্দ্বিধায় আমার কাছে এসে শিখতে পারে। আমি শেখাব।’
বিষয়টি নিয়ে মৌমিতা বলেন, ‘একজন চিকিৎসক সমাজের পাশে দাঁড়াতে পারেন চিকিৎসা সেবা দিয়ে। সংগীতের মানুষের অস্ত্র গান। দেশের বিভিন্ন সংকটে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওই জায়গা থেকেই এরকম সিদ্ধান্ত আমার। প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিশু আছে প্রতিভা থাকার পরও অর্থাভাবে গান শিখতে পারছে না। আমি তাদের পাশে দাঁড়াতে চাই।’ সংগীত ভিত্তিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে মেধার স্বাক্ষর রেখে সংগীতাঙ্গনে জায়গা করে নেন মৌমিতা বড়ুয়া। বর্তমানে সরব বিচরণ। ব্যস্ত সময় কাটাচ্ছেন গানের হাত ধরে।
