যে কারণে বিজয়কেই বিয়ে করছেন রাশমিকা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা দীর্ঘদিন ধরেই বিজয় দেবরকোন্ডার সঙ্গে সম্পর্কে আছেন। তাদের প্রেম ও বিয়ে নিয়ে বহু গুঞ্জনই ছড়িয়েছে। এর মধ্যেই অক্টোবর মাসে খবর আসে, তারা আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও দুজনই এখনও নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
তবে সম্প্রতি রাশমিকা এক সাক্ষাৎকারে প্রকাশ্যেই বলেছেন, তিনি সত্যিই বিজয়কে বিয়ের জন্য বেছে নিতে চান। সেইসঙ্গে যে কারণে বিজয়কেই বিয়ে করছেন রাশমিকা, সেটাও জানিয়েছেন।
অভিনেত্রী বলেন, ‘আমি এমন একজন সঙ্গী চাই যিনি গভীরভাবে বোঝার ক্ষমতা রাখেন। সাধারণ বোঝাপড়া নয়, বরং জীবনের প্রতি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বোঝার ক্ষমতা।
