আসছে ‘কাঁচের চুড়ি’
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর আত্মমর্যাদার টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক ‘কাঁচের চুড়ি’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জাহের আলভী ও ইফফাত আরা তিথি। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। এটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট।
রাখি চৌধুরীর রচনায় নাটকটির গল্প আবর্তিত হয়েছে এক দরিদ্র দম্পতি রমিজ ও শিউলিকে ঘিরে। অভাবের সংসারে টানাপোড়েন, জীবনের কঠিন বাস্তবতা আর ছোট ছোট চাহিদা মিলেই গড়ে উঠেছে তাদের জীবনের জটিল অধ্যায়। ভালোবাসার ভেতরে যখন ঢুকে পড়ে হতাশা, তখন সম্পর্কের বন্ধনও হয়ে ওঠে ভঙ্গুর।
একদিন এক জোড়া কাঁচের চুড়ি কেনাকে ঘিরে শুরু হয় রমিজ ও শিউলির সম্পর্কের ভাঙাগড়ার গল্প। ঠিক সেই সময় তাদের জীবনে আসে নতুন চরিত্র আশিক। সে একদিকে নিয়ে আসে আলো, অন্যদিকে অন্ধকারের ছায়াও। আশিকের আগমনে শিউলির জীবনে আসে নতুন অনুভূতি। সেই রঙিন অনুভূতিই একসময় মিশে যায় ভুল বোঝাবুঝি, অপরাধবোধ ও অনুশোচনার ছায়ায়। শেষ পর্যন্ত ভালোবাসা, ত্যাগ আর আত্মসম্মানের সংঘর্ষে গড়ে ওঠে নাটকটির আবেগঘন পরিণতি। ‘কাঁচের চুড়ি’-তে জাহের আলভী, ইফফাত আরা তিথি ছাড়াও অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ ও জোনাক। পরিচালক জুবায়ের ইবনে বকর বলেন, ‘নাটকটি আমরা বাস্তবধর্মী আবহে নির্মাণ করেছি। প্রতিটি চরিত্র দর্শকদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবে বলে আমার বিশ্বাস। মানুষের অনুভূতি, ভালোবাসা আর আত্মসম্মানের সূক্ষ্ম টানাপোড়েনটাই এখানে তুলে ধরেছি।’ প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘কাঁচের চুড়ি’ আগামী ১৩ নভেম্বর প্রকাশ পাবে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
