দীঘিকে চিঠি লিখলেন হোটেলের পরিচ্ছন্নতাকর্মী

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রতি হৃদয়ের টান সামলাতে না পেরে হোটেলের রুম ক্লিনার রেখে গেলেন ছোট একটি চিঠি। এখন রীতিমতো ভাইরাল সেই চিঠিটা। দীঘির অনুপস্থিতিতে রুম পরিষ্কার করতে গিয়ে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে চিঠিটি লিখেছেন ওই পরিচ্ছন্নতাকর্মী।

গত বৃহস্পতিবার দীঘি তার ফেসবুকে পরিচ্ছন্নতাকর্মীর লেখা চিঠিটি প্রকাশ করেছেন। যেখানে লেখা ‘আপু আপনার সাথে দেখা করতে পারব?’।

ওই চিঠিটি প্রকাশ করে দীঘি লিখেছেন, ‘সকাল বেলা হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা যেন পরিষ্কার করে রাখে। অনেক হাঁটাহাঁটি করে দুই হাত ভর্তি শপিং করে রুমে ঢুকে দেখি আমার রুমে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন তিনি বাঙালি। এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এভাবে একটু দেখা করতে চাচ্ছে ব্যাপারটা খুব মিষ্টি লাগল।’

কথার সূত্র ধরে তিনি আরও লিখেছেন, ‘এই নোটের মাধ্যমে আবারও নতুন করে উপলদ্ধি করলাম ভালোবাসা এখনও চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্য এখনও নিজের পায়ে দাড়িয়ে আছি। তাদের এই ভালোবাসাটা আজীবন চলমান থাকুক।’

দীঘির পোস্টের মন্তব্যের ঘরে মডেল ও অভিনেত্রী বারিশা হক লিখেছেন, ‘অবশ্যই দেখা করা উচিত’। এছাড়া অগণিত ভক্ত অনুরাগী তাদের মন্তব্য প্রকাশ করেছেন।