রচনা নয়, এবার দিদিদের সামলাবেন মীর
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনায় আচমকা পরিবর্তন আনা হয়েছে। এতদিন ধরে এই শোয়ের উপস্থাপনার দায়িত্বে থাকা অভিনেত্রী রচনা ব্যানার্জির পরিবর্তে এবার অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক পরিচিত মুখ, রেডিও জকি ও উপস্থাপক মীর আফসার আলীকে। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর নতুন প্রোমো প্রকাশ হওয়ার পরই দর্শকদের মধ্যে এই পরিবর্তন নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রায় ১৫ বছর ধরে এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রচনা ব্যানার্জির বদলে মীরকে দেখেই দর্শকরা অবাক হয়েছেন। অনুষ্ঠানটির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তন সাময়িক। জি বাংলার ফ্লোর ডিরেক্টর রাজীব ব্যানার্জি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, অনুষ্ঠানের কর্তৃপক্ষ ও রচনার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
