এবার ঢাকায় আসা নিয়ে মুখ খুললেন আতিফ আসলাম
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর- জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন তার বহুল প্রতীক্ষিত কনসার্টের তারিখ। গত বুধবার পোস্টে প্রকাশিত এক ছবিতে তাকে দেখা গেছে মঞ্চে পারফর্ম করতে, আর ক্যাপশনে লিখেছেন- ‘১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়।’ কনসার্টটি আয়োজন করছে ‘মেইন স্টেজ’ নামের একটি ইভেন্ট প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছেন তারা। রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। ওই দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি- এই দুই ক্যাটাগরিতে।
