‘ফার্স্ট লাভ’ ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন তৌসিফ-নীলা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ করছেন ২০২৩ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুট জয়ী শাম্মি ইসলাম নীলা। ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’-এ দেখা যাবে এই জুটিকে। গত রোববার সন্ধ্যায় ঢাকার বনানীতে এক সংবাদ সম্মেলনে তৌসিফের ‘ফার্স্ট লাভ’ হিসেবে প্রকাশ্যে আসেন নীলা।

প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে নীলা বলেন, ‘আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। ‘ফার্স্ট লাভ’-এর গল্পটি যখন শুনি, নিজের সঙ্গেও খুব কানেক্ট করতে পেরেছি। যারা দেখবেন, তারাও জীবনের কোনো না কোনো মুহূর্তে এই গল্পটাকে অনুভব করবেন। এমন একটি কাজ করতে চেয়েছিলাম যা মানুষের মনে থেকে যাবে। দর্শকরা মানসম্মত কাজ দেখতে চান, আর এই ফিল্মে তারা সেই কোয়ালিটি পাবেন বলে আমি আশাবাদী।’

অভিনেতা তৌসিফ বলেন, ‘ফার্স্ট লাভ’ হচ্ছে হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে চতুর্থ প্রজেক্ট। কাজটি নিয়ে আমি বেশ এক্সাইটেড, কারণ আমাদের নায়িকার এটি প্রথম কাজ। তাই গল্পের নামও রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’

পরিচালক হাসিব হোসাইন রাখি বলেন, ‘গল্পটা আমার নিজেরই লেখা। ‘ফার্স্ট লাভ’ আমার জন্য একটা নতুন জার্নি। আশা করি, দর্শকও একটা জার্নির মধ্য দিয়ে গল্পটা উপভোগ করবেন।’ নাটকটির প্রযোজক ও হেড অব ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল জানান, আসছে ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় এটি অবমুক্ত হবে। দর্শকরা এতে কিছুটা সিনেমাটিক অনুভূতিও পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।