প্রথমবার কমেডিয়ান চরিত্রে!
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

প্রথমবারের মতো কমেডিয়ান চরিত্রে অভিনয় করলেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। যদিও এমন তথ্য পেয়ে করিম ভক্তরা গড়াগড়ি খেয়ে হাসবেন। কারণ, অভিনেতার সিংহভাগ চরিত্রই কমেডির চূড়ান্ত। অনেকে এমনও বলে থাকেন, মোশাররফ করিমের অভিনয়-মেধার প্রায় পুরোটাই নষ্ট হয়েছে কমেডি নামের সস্তা জনপ্রিয়তার চাপে। সে হিসেবে ‘প্রথমবার কমেডি বা কমেডিয়ান চরিত্রে’ মোশাররফ করিমের অভিনয় করার খবরটি অর্থহীন হলেও, বাস্তবতা ভিন্ন। খবরটি সত্যিই সত্য। কারণ, এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন একজন ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ চরিত্রে। মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করাই যার কাজ। ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ‘ডিমলাইট’ নামের সিনেমায় এমন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ওয়েব ফিল্মটির সহ-প্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। সেনসেশন কনডমস প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’-এ কমেডিকে আশ্রয় করে একজন পুরুষ চরিত্রের মিডলাইফ ক্রাইসিসের মতো সমস্যা দেখানোর চেষ্টা আছে বলে জানান নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, ‘প্রচুর আলো এবং ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না। কিছু দেখতে চাইলে পরিমিত আলো প্রয়োজন। আমাদের জীবনে নানা সমস্যা আছে, সেগুলোর কিছু দেখা যায় কিছু দেখা যায় না। সেই না দেখতে পাওয়া সমস্যাগুলো সহজভাবে দর্শকদের দেখাতে প্রয়োজন ‘ডিমলাইট’। আশা করছি ফিল্মটি দেখলে দর্শকরা ডিমলাইটের গুরুত্ব বুঝতে পারবেন।’ ‘ডিমলাইট’ চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ফিল্ম।
