দীপার ‘পৃথিবী বদলে গেছে’
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। টিভি নাটকের গুনী অভিনেতা ম ম মোরশেদণ্ডএর ছেলে ম ম পৃথ্বির প্রথম নাটক নির্মাণ এটি। নাটকের নাম ‘পৃথিবী বদলে গেছে’ (লাইফ ইজ নাথিং বাট এ ট্রিপ)। নাটকটির রচয়িতাও পৃথ্বি। এই নাটকে একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। নাটকে আরও আছেন দিলারা জামান- মাহিমা, প্রত্যয় হিরণ, রায়হান খান, তৌফিকুল হাসান নিহাল, সাইফুল ইসলাম রাফি, সানজানা সুষ্মি, সুরভী ইসলাম। দীপা খন্দকার বলেন, ‘এই নাটকের সিডিউল অনেক আগেই দেওয়া ছিল। নাটকে আমি একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করছি। যদিও চরিত্রটি ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্র।’ এদিকে কিছুদিন আগে দীপা কক্সবাজার গিয়েছিলেন। সেখানকার হিমছড়িতে ‘বে হিলস’ হোটেলের উদ্বোধনীতে গিয়েছিলেন তিনি। ফিরে এসেও কাজে ব্যস্ত ছিলেন তিনি। এরইমধ্যে দীপা খন্দকার তন্ময় সূর্যের নির্দেশনায় ‘হাঙ্গর’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। কুয়াকাটায় এরইমধ্যে এই সিনেমার শুটিং-এ অংশ নিয়েছেন দীপা। এই সিনেমার কাজ এখনও শেষ হয়নি। এছাড়াও এরইমধ্যে তিনি বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমাতেও অভিনয় করেছেন। সর্বশেষ দীপা অভিনীত মুরাদ পারভেজ পরিচালিত ‘শেষের গল্প’ নাটকটি বেশ সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। বিশেষত নাটকে মা চরিত্রে দীপার অভিনয় দর্শককে ভীষণ মুগ্ধ করেছে।
