কাতারে মুগ্ধতা ছড়ালেন জারা নূর

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

পাকিস্তানি অভিনেত্রী জারা নূর আব্বাস আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি ও আকর্ষণীয় লুকে ভক্তদের মন কাড়লেন। ‘জেবাইশ’ খ্যাত এই তারকা সম্প্রতি কাতার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একাউন্টে নতুন কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা গেছে একটি ব্রাউন এনসেম্বলে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন- এটি একটি পোশাক এবং অনেক জায়গার গল্প, একটি কাতারি বন্দর এবং বিভিন্ন খাবারের স্টপ, যার ছবি কখনও তোলা হয়নি কারণ, ক্ষুধা (!!) এবং যে বাতাস বইছিল এবং আমার নূরী যে জ্বলছিল! আরেক পোস্টে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘বাতাসে যেন মেশক আর চন্দনের সুগন্ধ’ জারা নূরের শেয়ার করা ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টের কমেন্টে ভক্তরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় ভরিয়ে দেন।

সাবেক অভিনেত্রী আরিজ ফাতিমাও একটি ব্রাউন হার্ট ইমোজি দিয়ে প্রশংসা জানান তরুণ এই অভিনেত্রীর।