জুটি বাঁধছেন সিয়াম-ইধিকা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

শাকিব খানের হাত ধরে কলকাতার সিরিয়াল কন্যা থেকে সিনেমার তারকা হয়ে ওঠেন ইধিকা পাল। ওপার বাংলার অভিনেত্রী হলেও ঢালিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। নতুন সিনেমার নাম প্রকাশ করলে শোবিজ অঙ্গনে গুঞ্জন শুরু হয় এ সিনেমায় দেখা যাবে ইধিকাকে। পারিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা থেকে সাবিলা নূর সরে দাঁড়ানোর পর থেকে ঢালিউডের আকাশে ভেসে বেড়াচ্ছে এ সিনেমায় সিমায় আহমেদের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা। সেই গুঞ্জনের আরও তীব্র করলেন সিনেমা সংশ্লিষ্টরা। জানা গেছে আসন্ন ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন কলকাতার এই নায়িকা! দেশের একটি গণমাধ্যমকে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। তবে এখনই আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হয়নি সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। চলতি বছরের ডিসেম্বর থেকে ‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের হাত ধরে প্রথমবার পর্দায় হাজির হতে পারেব ইধিক-সিয়াম।