বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

দীর্ঘ সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গোপনে তারা বাগদানও সেরে ফেলেছেন। কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি। যদিও এর আগে ২০২৪ সালে দুজনই জানিয়েছিলেন তারা ‘সিঙ্গেল নন’; তবে কেউ-ই সঙ্গীর নাম প্রকাশ করেননি। এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে- গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন রাশমিকাণ্ডবিজয়। এমনকি ২০২৬ সালের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। এমন খবরও প্রকাশিত হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও এতদিন চুপ ছিলেন তারা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রথমবার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী। বছরের শুরুতে ‘ছাবা’ সিনেমা দিয়ে শুরু করে সবশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমাতেও প্রশংসা কুড়িয়েছেন রাশমিকা মান্দানা। দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি। তার অভিনীত পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিস থেকে এক হাজার ৩০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। রাশমিকা বলেন, ‘সত্যি এবার স্বপ্নের মতো বছর কাটল। ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চেয়েছি। এ বছর সেটি হয়েছে। কোনো কিছুই পরিকল্পনা করে হয় না, তবে এটি হয়ে গেছে। বিয়ের পরিকল্পনার কথা কী স্বীকার করবেন, নাকি গুজব বলে উড়িয়ে দেবেন? দ্য হলিউড রিপোর্টারের সঞ্চালক অনুপমা চোপড়া এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী হেসে বলেন, আমি কোনোটাই করব না।