ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আসছে ‘থ্রি ইডিয়টস-২’ 

আসছে ‘থ্রি ইডিয়টস-২’ 

সময়টা ২০০৯ সালে, বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তি পায়। শুধু একটা সিনেমা ছিল না- বরং একটি প্রজন্মের কাছে হয়ে উঠেছিল বিশ্বাস, স্বপ্ন আর বন্ধুত্বের নতুন সংজ্ঞা।  জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির সহজ-সরল কিন্তু গভীর গল্প বলার ধরন আমির খান আর মাধবন- শর্মন জোসি ত্রয়ীর প্রাণবন্ত অভিনয় এবং হাস্যরস ছবিটিকে এমন জায়গায় পৌঁছে দেয়, যা আজও ভারতীয় সিনেমার ইতিহাসে একটি আলাদা অধ্যায় হিসেবে বিবেচিত। সেই ছবির গান, সংলাপ, চরিত্র- সবই দর্শকের মনে রয়ে গেছে স্থায়ী ছাপ হিসেবে। থ্রি ইডিয়টস মুক্তির পর সময়ের স্রোতে ১৫ বছর কেটে গেছে। কিন্তু দর্শকদের মধ্যে সিনেমাটির স্মৃতি এখনও চিরসবুজ। তাই ছবিটির সিক্যুয়েল ‘থ্রি ইডিয়টস-২’ আসছে শুনেই আনন্দিত সিনেমাপ্রেমীরা। একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সিক্যুয়েলের চিত্রনাট্য এরইমধ্যে চূড়ান্ত হয়েছে এবং আগামী বছর থেকেই শুরু হবে শুটিং। 

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত