তরুণদের কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গান

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

অর্ধশতাব্দী পেরিয়েও যে গানগুলোর আবেদন এতটুকু কমেনি, ইতিহাসের স্মারক হয়ে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয় আন্দোলিত করে যাচ্ছে; জানিয়ে দিচ্ছে কীভাবে একটি দেশ পরাধীনতার শেকল ছিঁড়ে বেরিয়ে আসার হাতিয়ার হয়ে উঠেছিল, জন্ম দিয়েছিল স্বাধীন বাংলাদেশে; স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী সেই গানগুলো এবার শোনা যাবে নতুন প্রজন্মের কণ্ঠে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলায় এই আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আয়োজকরা জানিয়েছে, নতুন মাত্রার এই আয়োজনকে কেন্দ্র করে প্রতিটি জেলায় স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন- দেশপ্রেমের উজ্জীবনী গান; পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে থাকছে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। বিজয়ের দিনের গুরুত্ব ও ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দিতেই তাদের এ আয়োজন। সেই সুবাদে অগণিত কণ্ঠে ধ্বনিত হবে ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘নোঙর তোলো তোলো’, ‘ছোটদের বড়দের সকলের’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘শিকল পরার ছল’, ‘কারার ওই লৌহকপাট’।