আমি থেমে থাকি না : শাকিব খান
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

অভিনেতা শাকিব খান মানেই নতুন চমক। দীর্ঘ দুই দশক ঢালিউডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে একের পর এক সিনেমা করে চলেছেন তিনি। যেন বিরতিহীন গন্তব্য, একাই টেনে নিয়ে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রি। গত কয়েক বছরে অপ্রতিদ্বন্দ্বী হিরো হয়ে নতুন নতুন সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন কিং খান। আবার কোনো নতুন সিনেমায় ভিন্ন লুক আর অভিনব স্টাইলে দর্শকদের সামনে হাজির হলেন তিনি। ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও একজন মানুষ কীভাবে বারবার নিজেকে এভাবে বদলে ফেলেন? নিজেকে নতুন রূপে আবির্ভূত হওয়া, শুধুই শাকিব খানের জন্য প্রযোজ্য বলে মনে করেন তার ভক্ত-অনুরাগীরা। এবার নতুন কোনো কৌতূহলের জন্ম দিলেন কিং।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি প্রকাশ করেছেন শাকিব খান। নিজেকে আরও একবার জানান দিলেন তার ভক্ত-অনুরাগীদের। সেই ছবির পোস্টের পর কমেন্ট বক্সে এক ভক্ত তাকে মেনশন করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কীভাবে একজন মানুষ এত দ্রুত নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারেন?
সেই ভক্তের কৌতূহল এড়িয়ে যাননি কিং খান। মন্তব্যের ঘরে নিজের জীবনের পরিবর্তনের দর্শনটি অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন অভিনেতা। এবং সেই প্রশ্নের উত্তরে শাকিব খান লিখেছেন, সময় ও অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে। কিং খান আরও বলেন, আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি- প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ। সামাজিক মাধ্যমে নেটিজেনরা তার এ মন্তব্যকে ইতিবাচকভাবে দেখেছেন।
