সামাজিক যোগাযোগমাধ্যমে কাজলের এআই ভিডিও
বিপাকে নেটিজেনরা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কাজল। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী ও ব্যবসা সফল সিনেমা। মধ্যে বিরতি নিলেও বর্তমানে ফের নিজের চেনা ছন্দে পর্দায় নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে বেশ আলোচনা।
যেখানে বলিউডের এই গুণী অভিনেত্রীকে দেখা যাচ্ছে জনপ্রিয় হলিউড সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ। বিশ্বজুড়ে এই প্রজন্মের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। সম্প্রতি সিরিজটির পঞ্চম তথা অন্তিম সিজন মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে।
এর মধ্যেই হঠাৎ ছড়িয়ে পড়ে কাজলের সেই রহস্যময় ভিডিও। সেখানে তাকে রক্তাক্ত মুখে দেখা গেছে, যা দেখে নেটিজেনদের অনেকেই চমকে উঠেছেন। কেউ কেউ দাবি করছেন, সিরিজের ভয়ংকর চরিত্র ‘ভেকনা’র রূপেই হয়তো হাজির হয়েছেন তিনি।
ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মধ্যে। প্রশ্ন জাগে, তবে কি বলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে নাম লেখালেন কাজল? বিশেষ করে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মতো বড় প্রজেক্টে তার উপস্থিতি নিয়ে শুরু হয় নানা জল্পনা।
