একাকিত্বের কথা প্রকাশ করলেন সালমান খান

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

বলিউডের ভাইজান সালমান খান- যিনি নিত্যদিন মৃত্যুভয়ের সঙ্গে লড়াই করতে বাধ্য, কড়া পাহারায় ঘেরা জীবনে বাঁচেন- সদ্যই খান পরিবারে এসেছে আনন্দের খবর। বাড়িতে বেজেছে বিয়ের সানাই! সম্প্রতি নিজের ভাগনে অয়ন অগ্নিহোত্রীর বাগদান সম্পন্ন করেছেন, আর সুখবরটি নিজেই সবার সঙ্গে শেয়ার করেছেন। এ খবরে সোশ্যাল মিডিয়ায় আবারও উঠে এসেছে প্রশ্ন- ‘ভাগনেও বিয়ে করে ফেললেন, তাহলে মামার বিয়ে কবে হবে?’ যদিও এর উত্তর এখনো অধরা। তবে পরিবারের সবাই এই মুহূর্তের আনন্দ উপভোগ করছেন, কড়া নজরদারি থেকে সাময়িক মুক্তি নিয়ে।’ অন্যদিকে সম্প্রতি ‘বিগ বস ১৯’র সঞ্চালনার কাজ শেষ করেছেন সালমান।

এরপরই নিজের জন্মদিন ধুমধাম করে উদযাপন করেছেন। তবে সেই উৎসবের মধ্যেও অভিনেতা প্রকাশ করেন একাকিত্বের কথা। তিনি বলেন, ‘গত ২৫ বছরে কারও সঙ্গে নৈশভোজে যাইনি। জীবন কেটে যাচ্ছে কাজ আর শুটিং সেটে। হয় বাড়িতে, হয় হোটেলে।