‘এটা আমাদেরই গল্প’ নিয়ে দর্শকদের ভালো লাগা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

পারিবারিক গল্প, সবশ্রেণির দর্শকের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে আলোচনার ঝড় তুলেছে ‘এটা আমাদেরই গল্প’। সিরিজটির প্রতিটি নতুন পর্ব দারুণ সাড়া পাচ্ছে। ফলে অল্প সময়ে লাখ লাখ ভিউ পাচ্ছে সিরিজটি। ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে দেশের ও প্রবাসী দর্শকরা হাজার হাজার মন্তব্যে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন।
সিরিজের গল্পকার ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার ২২তম পর্বের ভিউ ১ ঘণ্টা ৩৯ মিনিটে ১ মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়েছে। ৩ ঘণ্টা ১৭ মিনিটে এই সংখ্যা দাঁড়িয়েছে ২ মিলিয়ন। দর্শকদের অভাবনীয় সাড়া পেয়ে তিনি উচ্ছ্বসিত।
সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব। গত বুধবার সিরিজটির ২১তম পর্ব ২৩ ঘণ্টা ৭ মিনিটে ৭০ লাখ ভিউ পেয়েছে। গত ৫ নভেম্বর থেকে দর্শকদের জন্য অবমুক্ত হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। এখন পর্যন্ত এর ১৩টি পর্বের ভিউ কোটি ছাড়িয়েছে। আরও সাতটি পর্বের ভিউ কোটি ছুঁই ছুঁই। ম‘এটা আমাদেরই গল্প’র কথা এখন দর্শকদের মুখে মুখে। ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারের প্রত্যেককে দর্শকেরা আপন করে নিয়েছেন। গল্পে ফাহাদ ও সামির দুই ভাই। ফাহাদের প্রাক্তন প্রেমিকা মেহরীনকে বিয়ে করে সামির। সম্পর্কের টানাপোড়েন দেখা দেয় ফাহাদের স্ত্রী সায়রার মধ্যে। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা দর্শকদের মন ছুঁয়ে গেছে। তাই এর প্রতি পর্বে কী ঘটে, সেসব ব্যাপক আগ্রহ ভরে দেখছেন তারা। ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। মেহরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্ব এতোটাই সাড়া পাচ্ছে যে, বাস্তব জীবনে তাদের ডাকা হচ্ছে চরিত্রের নামে! সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত।
চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। মপারিবারিক গল্পটি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের লেখা। তিনি বলেন, ‘আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই গভীরভাবে দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’ গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধ। দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই আমাদের মূল চেষ্টা। মোদ্দা কথা, পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরার প্রয়াসে সিরিজটি তৈরি করেছি।’ ‘এটা আমাদেরই গল্প’তে ব্যবহৃত গানগুলোর প্রতি শ্রোতারা ভালো লাগার কথা জানিয়েছেন। এরমধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর। ‘সে মানালে’ শিরোনামের গানটি নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। ‘জানি না’ শিরোনামের গানটি সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। এটি লিখেছেন সিয়াম সরকার।
