বাবা নেই, তারপরও সম্মাননা প্রাপ্তিতে গর্বিত কন্যা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

সুবীর নন্দী। বাংলাদেশের গানের অন্যতম ধারক-বাহক। তার কণ্ঠের গানে মুগ্ধ হয়েছেন এদেশের গানপ্রেমী কোটি কোটি দর্শক-শ্রোতা। বাংলা গানকে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি করেছেন পরিচিত, সমৃদ্ধ, শ্রোতাদের কাছে করেছেন আরও বেশি গ্রহণযোগ্য। তিনি নেই আমাদের মাঝে; কিন্তু তারপরও তিনি তার গানের মাঝেই আমাদের কাছে অমর হয়ে আছেন। একজন সুবীর নন্দী বাংলাদেশের অহংকার, বাংলা গানের গর্ব। বাংলা গানের এক আলাদা সৌন্দর্যতার সৃষ্টি হয় তার কণ্ঠের গানে। আধুনিক গানে, সিনেমার গানে সুবীর নন্দীর গান শ্রোতা-দর্শকের কাছে অন্য এক আবেগের গান। সুবীর নন্দীর গান মানেই ছিল শুদ্ধ, পরিশীলিত সব শ্রেণির শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য গান। সুবীর নন্দী নেই; কিন্তু তারপরও এই দেশ তার পরিবারকে শ্রদ্ধার চোখে, সম্মানের চোখে দেখছে। সে ধারাবাহিকতায় গত ২৯ ডিসেম্বর ছিল এই পরিবারের জন্য আরেকটি বিশেষ দিন। ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’ এই স্লোগানকে সঙ্গী করে শুধু সংগীত নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ সম্মাননা প্রদান করে ৫০ জন সংগীত গুণীকে।
