ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবে মেরাজ পালিত

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গতকাল শনিবার পবিত্র শবে মেরাজ পালিত হয়েছে। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা নানা ইবাদত বন্দেগির মাধ্যমে বিশেষ এ রজনী পালন করেন। এ উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের বিভিন্ন মসজিদে বিশেষ আলোচনা, দোয়া ও নফল ইবাদত-বন্দেগির আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে পবিত্র এ রাত পালিত হয়। বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ২৩ বছরের নবুয়তি জীবনে সংঘটিত অন্যতম অলৌকিক ও তাৎপর্যপূর্ণ ঘটনার রাত শবে মেরাজ। নবুয়তের দশম বছর রজব মাসের ২৬ তারিখ রাতে মহানবী (সা.) আল্লাহর খাস রহমতে ‘বোরাক’ নামের বিশেষ বাহনে মক্কার কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন।

এসময় তিনি মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের আদেশসহ ইসলামী সমাজ পরিচালনার বিধিবিধান নিয়ে আসেন। পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈলে এ সম্পর্কে বর্ণনা এসেছে। তাই, সারা বিশ্বের মুসলমানদের কাছে মেরাজের এ রাত বিশেষ গুরুত্ব বহন করে।