ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

প্রতিটি হামলার বিচার একদিন হবে : রিজভী

প্রতিটি হামলার বিচার একদিন হবে : রিজভী

সরকারপ্রধানের নির্দেশে নাটোরের জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ওপর রক্তাক্ত হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের রক্ত দেখতে তিনি ভালোবাসেন। তাই তার নির্দেশে এমপি শিমুল ও তার বাহিনী এ ন্যক্কারজনক হামলা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বাচ্চুকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। গতকাল খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে জেলা বিএনপির সমাবেশে চলাকালে হামলার শিকার হন বাচ্চু। পরে আজ সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। রিজভী আরো বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার ওপর যে বর্বর হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিটি হামলার বিচার একদিন হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত