আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সরকারি সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি বর্ষণ হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।